মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৬ 

তারেক পাঠান, নরসিংদী

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৬ 

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা  মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও নারী-পুরুষসহ ছয়জনের মর্মান্তিক  মৃত্যু হয়েছে । 

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে  জানা যায় , শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি  অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল।

অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি  একেবারে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,  সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন নারী ও বাকি ৫ জন পুরুষ। আমরা বর্তমানে মরদেহগুলো এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।  

টিএইচ